EIIN - 117837

Previous slide
Next slide

সংক্ষিপ্ত ইতিহাস

হাজরাহাটী যৌথ উচ্চ বিদ্যালয় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অন্তর্গত পোড়াদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাজরাহাটী গ্রামের উত্তর—পূর্ব দিকে মরা গড়াই নদীর তীরে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী বিদ্যাপিট। বিদ্যালয়টি ১৯৬৮ সালে পোড়াদহ ইউনিয়নের হাজরাহাটী, বেলগাছী, আহাম্মদপুর ও পার্শ্ববর্তী বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া, সাতগাছি, কবরবাড়িয়া, সড়াবাড়িয়া ও ফকিরাবাদ গ্রামবাসির সার্বিক সহযোগিতায় প্রয়াত কিছু গুণি মানুষ ও কর্মবীরের যৌথ উদ্যোগে ও  অক্লান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয়। এ জন্য বিদ্যালয়ের নামকরণে ‘যৌথ‘ শব্দটি ব্যবহার করা হয়।

বিদ্যালয়ের আঙ্গিনায় রয়েছে একটি খেলার মাঠ, মাঠের উত্তর দিকে একটি শহিদ মিনার ও দক্ষিন দিকে হাজরাহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। উল্লেখ্য হাজরাহাটী সরকারী প্রথমিক বিদ্যালয়টি ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য প্রাথমিক বিদ্যালয়। এছাড়া হাজরাহাটী যৌথ উচ্চ বিদ্যালয়ের পাশে রয়েছে একটি মসজিদ, একটি মন্দিরও একটি সাপ্তাহিক বাজার। বর্তমানে এই বিদ্যালয়ে একটি চারতলা বিশিষ্ট ভবন,একটি দ্বিতল ভবন ও তিন কক্ষ বিশিষ্ট একটি এক তলা ভবন রয়েছে । বিদ্যালয়ে প্রায় পাঁচশত ছাত্র-ছাত্রীর কললিত পরিবেশে একজন অভিজ্ঞ প্রধান শিক্ষক সহ  ১৪ জন শিক্ষক/শিক্ষিকা, এক জন অফিস সহকারী ও চার জন চতুর্থ শ্রেণির কর্মচারী নিষ্ঠার সাথে দায়িত্বে নিয়োজিত আছে ।

প্রধান শিক্ষকের বাণী

শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এঅধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনেসাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবিনিজ নিজ সন্তানদের নিয়ে।

প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয়স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষারমৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন,সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলীএবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবীকরি, হাজরাহাটি যৌথ-উচ্চ বিদ্যালয়ে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশিকম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।

নোটিশ বোর্ড

ভিডিও

আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার

সহ পাঠক্রমিক কার্যক্রম

মাননীয় মন্ত্রী

ডা. দীপু মনি, এম.পি.

শিক্ষামন্ত্রি

মহাপরিচালক,মাউশি

অধ্যাপক নেহাল আহমেদ

মহাপরিচালক

প্রধান শিক্ষক

জনাব বশির আহম্মদ

প্রধান শিক্ষক

সভাপতি

জনাব মোঃ শহিদুল ইসলাম

সভাপতি

জরুরী হটলাইন

ডেঙ্গু প্রতিরোধে করণীয়

প্রতিষ্ঠানের ফেইজবুক পেজ

প্রতিষ্ঠানের ঠিকানা

হাজরাহাটী যৌথ-উচ্চ বিদ্যালয়, গ্রাম ও ডাকঘরঃ হাজরাহাটী, উপজেলাঃ মিরপুর, জেলাঃ কুষ্টিয়া-৭০০২

ম্যাপস

Copyright © Hazrahati United High School. Developed by KingCreator

Scroll to Top