প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস

হাজরাহাটী যৌথ উচ্চ বিদ্যালয় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অন্তর্গত পোড়াদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাজরাহাটী গ্রামের উত্তর—পূর্ব দিকে মরা গড়াই নদীর তীরে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী বিদ্যাপিট। বিদ্যালয়টি ১৯৬৮ সালে পোড়াদহ ইউনিয়নের হাজরাহাটী, বেলগাছী, আহাম্মদপুর ও পার্শ্ববর্তী বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া, সাতগাছি, কবরবাড়িয়া, সড়াবাড়িয়া ও ফকিরাবাদ গ্রামবাসির সার্বিক সহযোগিতায় প্রয়াত কিছু গুণি মানুষ ও কর্মবীরের যৌথ উদ্যোগে ও অক্লান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয়। এ জন্য বিদ্যালয়ের নামকরণে ‘যৌথ‘ শব্দটি ব্যবহার করা হয়। বিদ্যালয়ের আঙ্গিনায় রয়েছে একটি খেলার মাঠ, মাঠের উত্তর দিকে একটি শহিদ মিনার ও দক্ষিন দিকে হাজরাহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। উল্লেখ্য হাজরাহাটী সরকারী প্রথমিক বিদ্যালয়টি ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য প্রাথমিক বিদ্যালয়। এছাড়া হাজরাহাটী যৌথ উচ্চ বিদ্যালয়ের পাশে রয়েছে একটি মসজিদ, একটি মন্দিরও একটি সাপ্তাহিক বাজার। বর্তমানে এই বিদ্যালয়ে একটি চারতলা বিশিষ্ট ভবন,একটি দ্বিতল ভবন ও তিন কক্ষ বিশিষ্ট একটি এক তলা ভবন রয়েছে । বিদ্যালয়ে প্রায় পাঁচশত ছাত্র-ছাত্রীর কললিত পরিবেশে একজন অভিজ্ঞ প্রধান শিক্ষক সহ ১৪ জন শিক্ষক/শিক্ষিকা, এক জন অফিস সহকারী ও চার জন চতুর্থ শ্রেণির কর্মচারী নিষ্ঠার সাথে দায়িত্বে নিয়োজিত আছে ।